DSHE Office Assistant Cum Computer Typist Question Solution

DSHE Exam Question and Solution 2023 on our website. Most of candidates participate in the exam for the position Office Assistant cum Computer Typist. But sadly, the authorities took the question at the end of the test. ‍So, candidates google search for the exam question.

Finally, the authority are fixed exam date for the post of Post: Office Assistant cum Computer Typist | Post Code: 317. The exam will be held 12 MAY 2023 AT 03.00 PM. After the exam complete, you can find out the exam question solution in this page.

Are you looking for an DSHE Exam Question solution for the post of Office Assistant cum Computer Typist? This exam will be held at location in Dhaka City.

DSHE Question Solution 2022

If you are a DSHE examiner then this article is for you. Our team is always by your side. On our website- jobnewsbd24.com website is published an exam question and solution for you.

DSHE exam question 2023 those who participate in the exam, many examiners are confused about the question (correct or incorrect). National Security Intelligence is a higher level department from a long time reputed organization in Bangladesh.

DSHE Exam Question Solution

Many people are like a dream for jobless people. So, google search nsi exam question solution. So, The National Security Intelligence exam question is solved by our team.

Previous Question:

DSHE Office Assistant cum Computer Typist Question Solution 2022 (Exam: 13-May-2022)

১। ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?

 উত্তরঃ প্রমথ চৌধুরী  

২। ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয় কত সালে? 

উত্তরঃ ১৯৬১

৩। ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ? 

উত্তরঃ অর্ধ-তৎসম

৪। ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

উত্তরঃ অর্ক

৫। ‘চন্দ্রাবতী’ কি? 

উত্তরঃ খ. কাব্য 

৬। কোন শব্দ শুদ্ধ বানানে লেখা হয়েছে?

উত্তরঃ ত্রিভুজ 

৭। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?

 উত্তরঃ ৭টি 

৮। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি?

উ.  দীনেশরঞ্জন দাস 

৯। ‘জলে-স্থলে কী সমাস?

উ. অলুক দ্বন্দ্ব 

১০। “আসাদের শার্ট’ কবিতার লেখক কে?

উ. আব্দুল মান্নান সৈয়দ

১১। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি?

উ- পায়ের আওয়াজ পাওয়া যায়

১২। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? 

উ. বীরাঙ্গনা

১৩। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

ঘ. কুহেলিকা

১৪। ‘বাবা কোন ভাষা হতে আগত শব্দ? 

উ. তুর্কি

১৫। ‘আমি কিংবদন্তীর কথা বলছি কাব্যটি কার লেখা?

উ. আবু জাফর ওবায়দুল্লাহ

১৬। দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? 

উ. দ্বীপ+অয়ন

১৭। “তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল

ভাঙল।’- এটি কোন বাক্য? 

উত্তর. মিশ্র 

১৮। কোনটি ইংরেজি শব্দ? 

উত্তর- কমা

১৯। ভাষা আন্দোলন বিষয়ক রচনা কোনটি?

উত্তর: আরেক ফাল্গুন 

২০। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? 

উত্তরঃ বর্ণ

21। Arshi has no interest … music. 

উত্তরঃ in

২২।. He was invited … our party. 

উত্তরঃ  to

২৩।. Don’t make a noise while your father …

উত্তরঃ  is sleeping 

২৪। I cannot … to pay such high prices. 

উত্তরঃ  afford 

২৫। English is … in many countries. 

উত্তরঃ spoken

26। I got the work (do). 

উত্তরঃ done

২৭। I must … you to do the work. 

উত্তরঃ Make

২৮।  Which one is correct?

উত্তরঃ Give me a glass of water to drink. 

২৯। Choose the correct sentence?

উত্তরঃ  The Rich are not always happy. উ. ঘ

৩০। ‘Get rid of” means

উত্তরঃ  to be free from

৩১। ‘A castle in the air’ means?

উত্তরঃ Absurd imagination

৩২। Babui had written the letter. Choose the correct passive form —

উত্তরঃ The letter had been written by Babui

৩৩।. A pilgrim’ is a person undertakes a journey to a —-

উত্তরঃ holy place

৩৪। The synonym of ‘remarkable’ is—-

উত্তরঃ  Well known

৩৫।. What is the antonym of the word “Rectify’? 

উত্তরঃ  Make worse

৩৬। Which one is correct?

উত্তরঃ  He appeared at examination. 

৩৭।. The war criminals … a crime.

উত্তরঃ committed

৩৮।. May Allah help you what kind of the sentence is this?

উত্তরঃ  Optative

৩৯।. ‘Out and Out’ means

উত্তরঃ  Thoroughly 

৪০। What is the verb of the the word “Ability”? 

উত্তরঃ Enable 

৪১। a + b = 17 এবং ab = 60 হলে a – b = কত?

উত্তরঃ  7

৪২। ধানে চাল ও তুষের অনুপাত ৭: ৩ হলে এতে শতকরা কি

পরিমাণ চাল আছে? 

উত্তরঃ  ৭০% 

৪৩। ১ থেকে ১০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?

উত্তরঃ  ৪টি 

৪৪। কোন সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপরটি কত?

উত্তরঃ  ৪০ ডিগ্রি

৪৫।  ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত?

উত্তরঃ  ০.০২৫

৪৬। পিতা, মাতা ও কন্যার বয়সের গড় ৩০ বছর। মাতা ও কন্যার গড় বয়স ২৫ বছর হলে পিতার বয়স কত? 

উত্তরঃ ৪০

৪৭। 4(x + y), 10(x – y) এবং 12(x-y) এর গ.সা.গু কত? 

উত্তরঃ 2

৪৮। একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা ১৮ মিটার ক্ষেত্রফল ২০ বর্গমিটার হলে, এর দৈর্ঘ্য ও প্রস্থ কত? 

উত্তরঃ  ৫ মিটার ও ৪ মিটার 

৪৯। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 9,

সংখ্যাটি হতে 9 বিয়ােগ করলে এর অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?

উত্তরঃ  54

৫০। ৬% হারে নয় মাসে ১০,০০০/- টাকার উপর সুদ কত হবে? 

উত্তরঃ ৪৫০ টাকা

৫১। দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ৩ : ২ হলে বৃত্ত দুইটির

ক্ষেত্রফলের অনুপাত কত? 

উত্তরঃ  ৯ : ৪

৫২। কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?

উত্তরঃ গ 

৫৩। ১৮টি ছাগলের দাম ৪টি গরুর দামের সমান হলে, ৪৫টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে? 

 উত্তরঃ ১০টি

৫৪। x সংখ্যক আমের দাম y টাকা হলে, x টাকায় কতটি আম পাওয়া যাবে?

উত্তরঃ  খ

৫৫। ১৯, ৩৩, ৫১, ৭৩, ….. শেষের সংখ্যাটি কত? 

উত্তরঃ ৯৯ 

৫৬। জাতীয় শিশু দিবস কবে?

উত্তরঃ  ১৭ মার্চ

৫৭। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিকের ডিজাইনার কে?

উত্তরঃ  কামরুল হাসান 

৫৮। ‘মুক্তির গান’ চলচ্চিত্রের নির্মাতা কে?

উত্তরঃ  তারেক মাসুদ

৫৯। স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?

উত্তরঃ  শহীদ মিনার

৬০. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে? 

উত্তরঃ আলতাফ মাহমুদ 

৬১। কোন মােঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’? 

উত্তরঃ  হুমায়ুন

৬২। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে  বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়? উত্তরঃ  ২ জন

৬৩। ‘ইরাটম’ কি??

উত্তরঃ  উন্নত জাতের ধান 

৬৪। মুজিবনগর দিবস কোনটি? 

উত্তরঃ ১৭ এপ্রিল 

৬৫। মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? 

উত্তরঃ যশাের

৬৬। বাংলাদেশ OIC’র সদস্য হয় কত সালে? 

উত্তরঃ  ১৯৭৪ 

৬৭। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কত সালে?

উত্তরঃ  ১৯৯৯

৬৮। আন্তর্জাতিক নারী দিবস কোনটি? 

উত্তরঃ  ৮ মার্চ 

৬৯। জাপানের পার্লামেন্টের নাম কি?

উত্তরঃ ডায়েট 

৭০। WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 

উত্তরঃ  জেনেভা

Laboratory Assistant Solution

সাধারণ জ্ঞান সমাধানঃ  

১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল- কোন নদীর নিচ দিয়ে নির্মিত হচ্ছে?

উত্তর: কর্ণফুলী 

২. কারাগারের রোজনামচা- গ্রন্থের ভূমিকা কে লিখেছেন?

উত্তর: শেখ হাসিনা 

৩. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর: নয়াদিল্লী [ভারত] 

৪. বলকান রাষ্ট্র নয় কোনটি?

উত্তর: বলিভিয়া 

৫. ডং-কোন দেশের মুদ্রা?

উত্তর: ভিয়েতনাম 

৬. সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কোন দ্বীপের সাথে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়েছে?

উত্তর: সন্দ্বীপ 

৭. ‘মাদিবা’ কোন বিশ্বনেতার ডাক নাম?

উত্তর: নেলসন ম্যান্ডেলা 

৮. GUI- এর পূর্ণরূপ কী?

উত্তর: Graphical User Interface

৯. ২০১৮ সালে মহিলা T-20 এশিয়া কাপ ক্রিকেট কোন দেশ শিরোপা জিতেছে?

উত্তর: ভারত 

১০. ছিটমহল বিনিময় কার্যকর শুরু হয় কোন তারিখে?

উত্তর: ৩১.৭.২০১৫ [৩১ জুলাই ২০১৫] 

১১. অলিম্পিক- ২০২১ এ দ্রুততম মানব কে হয়েছেন?

উত্তর: মার্সেল জ্যাকব [ইতালী] 

১২. এ বছর SDG’s অগ্রগতি পুরস্কার পেয়েছেন?

উত্তর: শেখ হাসিনা 

১৩. পৃথিবীর গভীরতম খালের নাম কী?

উত্তর: পানামা খাল [পানামা খালের খালের গভীরতা ১৪ মিটার] 

১৪. বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশা কে করেন?

উত্তর: শিবনারায়ণ দাস

১৫. কবি জসীম উদ্দিনের “কবর” কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

উত্তর: কল্লোল 

ইংরেজি সমাধানঃ   

১৬. You had better——the offer.

উত্তর: accept 

১৭. He ran fast lest he ——-miss the train.

উত্তর: should 

১৮. “I have a cat” Make it passive.

উত্তর: A cat is had by me. 

১৯. Sayeed said, “I was busy” বাক্যটির indirect speech-

উত্তর: Sayeed said that he had been busy. 

২০. We need to buy some new—–.

উত্তর: furniture

২১. We need as —-people as possible.

উত্তর: many 

২২. Juthy will discuss the issue with Mizan—phone.

উত্তর: by

২৩. Which of the following statements is correct?

উত্তর: If I were a bird. 

২৪. The phrase `End in smoke’ means-

উত্তর: come to nothing 

২৫. What is the meaning of the idiom- `finger in the pie?’

উত্তর: involving in something 

২৬. সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে- সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?

উত্তর: It has been drizzling since morning

২৭. Iron is–useful metal

উত্তর: a 

২৮. Choose the correct sentence.

উত্তরঃ The rich are not always happy. 

২৯. The word `precedence’ means.

উত্তরঃ priority

৩০. What is the synonym of the world `pauper’.

উত্তর: destitution 

৩১. Patience is a virtue. Here the word, `patience’-

উত্তর: Noun 

৩২. I water the plants. The word `water’ is used as

উত্তরঃ verb 

৩৩. Chose the correct tag question, `Anjuman knows how to swim,———-?

উত্তরঃ doesn’t she? 

৩৪. Select the feminine gender.

উত্তর: Nun 

৩৫. The greater the demand,——- the price.

উত্তর: the higher 

গণিত সমাধানঃ   

৩৬. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?

উত্তর: ৭০ 

৩৭. a+b=7 এবং a2+b2=25 হলে ab এর মান কোনটি?

উত্তর: 12

৩৮. 3×3 + 2×2– 21x -20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে-

উত্তর: x + 1 

৩৯. ১^২+২^২+৩^৩+–+৫০^২=কত?

উত্তরঃ ৪২৯২৫ 

৪০. পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?

উত্তর: ৪১ বছর 

৪১. টাকায় ৩ টি করে লেবু কিনে টাকায় ২ টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

উত্তর: ৫০% 

৪২. ক ও খ একত্রে মিলে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে, খ একা কাজটি করতে পারবে- 

উত্তর: ৩০ দিনে 

৪৩. 48 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 300 কোণ উৎপন্ন করে। খুঁটিটির কত উচুঁতে ভেঙ্গেছিল?

উত্তর: ১৬ মিটার 

৪৪. x+y=7 এবং xy=10 হলে (x-y)2এর মান কত?

উত্তর: 9

৪৫. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে?

উত্তরঃ ৫৪০ ডিগ্রি

৪৬. বার্ষিক ৪১২% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা সুদে আসলে ৮২৬ টাকা হবে? 

উত্তর: ৭০০ টাকা 

৪৭. উত্তর: একটি বগক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফৃুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

উত্তর: ১২৮ বর্গফুট 

৪৮. 1 + 2 + 3 + ——– + 99 = কত?

উত্তর: ৪৯৫০ 

৪৯. ১.১. .০১ ও .০০১১ এর সমষ্টি কত?

উত্তর: ১.১১১১ 

৫০.  x2– 8x – 8y +16 + y2এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে।

উত্তর: 2xy

বাংলা অংশ সমাধানঃ    

৫১. মুনীর চৌধুরীর “মুখরা রমণী বশীকরণ” একটি?

উত্তর: অনুবাদ নাটক 

৫২. কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয়?

উত্তর: ১৮৬১ সালে 

৫৩. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্ধের নাম কী?

উত্তর: Buddhist mystic songs

৫৪. বহুব্র্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?

উত্তর: জনশ্রুতি 

৫৫. ’তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল’- এটি কোন বাক্য?

উত্তরঃ মিশ্র 

৫৬. কোন কবি নিজেকে বাঙালি পরিচয় দিয়েছেন?

উত্তর: ভুসুকুপা 

৫৭. রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত?

উত্তরঃ মাত্রাবৃত্ত 

৫৮. বাংলা ভাষার প্রথম ব্যকরণ রচনা করেন কে?

উত্তরঃ রাজা রামমোহন রায়

৫৯. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৫৫ সালে  

৬০. উপরোধ শব্দের অর্থ কী?

উত্তর: অনুরোধ

৬১. ‘মেছো’ শব্দের প্রকৃতি প্রত্যয় কী?

উত্তরঃ মাছ + উয়া 

৬২. টা, টি, খানা ইত্যাদি-

উত্তরঃ পদাশ্রিত নির্দেশক

৬৩. রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ কে সম্পাদনা করেন?

উত্তর: হাসান হাফিজুর রহমান

৬৪. ‘জয়ের জন্য যে উৎসব’ এক কথায় কী হবে?

উত্তরঃ জয়ন্তী 

৬৫. জাতি বাচক বিশেষ্যের দৃষ্টান্ত-

উত্তরঃ নদী 

৬৬. ‘বাবাকে বড্ড ভয় পাই’ এখানে বাবাকে শব্দটি কোন কারক ও বিভক্তি?

উত্তরঃ অপাদানে ২য়া 

৬৭. ‘সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে’, এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?

উত্তর: বিশেষ্য 

৬৮. ‘বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে?

উত্তর: ফারসি + ইংরেজি 

৬৯. কোনটি রবীন্দ্রনাথের রচনা?

উত্তর: চতুরঙ্গ

৭০. ‘ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

উত্তরঃ গূঢ়

Leave a Comment