Primary Exam Question Solution 2022 # DPE Assistant Teacher

DPE/Primary Exam Question Solve/Solution 2022 of Assistant Teacher: Those who are examiner of dpe.gov.bd assistant teacher, All these the candidates most topics primary Exam question solution 2022 PDF.

The 3rd phase of primary question and answer pdf has been published on 03 June 2022. Every examiner should check exam question solutions of primary assistant teachers because this leads to a lot of confidence for the exam.

Bangla, English, Mathematics, general knowledge topics exam will be held at 80 marks. Those who are selected in the primary exam test among them will be held 20 marks viva. total 100 marks exam.

Today, primary Exam test question answer exam will be held in the MCQ system written type exam. All allowed districts of primary school exam test question solution found PDF and Image Format available in our website below in the post. 

Primary Exam Question Solution 2022

2022 Primary Assistant Teacher Exam Question

Primary/DPE Question Solve

When will the primary exam Answer be published?

Primary Question Answer 2022

So, the examiner knows the question answer very excited for their exam test answer (right or wrong). dpe.gov.bd primary question solve 2022 pdf is one of the important parts for the everyone examiner.

dpe exam question solution 2022

Step by step the primary assistant teacher exam will be held. The 1st phase of the exam can be participated in 22 districts of our country on 22 April 2022.

Whoever participated in the recruitment test of the exam, they can search for the primary exam question solution 2022 pdf.

Assistant Teacher of Primary exam question of answer should be checked in case of answer verify, you get confident of the other exam in addition the previous question exam follow then may be at least 5 question in the common.

Whatever, After the exam test, our education team will solve, DPE/Primary recruitment Assistant Teacher MCQ Question Solution 2022. For the female to get big opportunities for the government primary exam. 60% quota booking for the female.

Event NamePrimary
Post nameAssistant Teacher
3rd phase of exam will be held03 June 2022
Exam PatternMCQ Exam
Our Topic NameExam Question Solution

Primary Question Solution 2022

On 03 June 2022 Primary recruitment exam test will be held under Primary and Mass Education Ministry of Bangladesh. Each person is an essential part of the assistant teacher primary exam solution.

The recruitment test for the primary exam will be held in the mcq system. All district recruitment primary exam question solution in the education team. DPE Assistant Teacher Exam Solution and given on our website PDF and Text Format.

Those people will be participating in the examination, they are waiting for the result and in their mind the question of when the primary exam result will be published. Dpe.gov.bd official website published the result within June 2022.

2022 dpe gov bd exam question answer

Dpe.gov.bd official website is not released on their official website. Dpe Exam Question Solution 2022. Primary Job Exam Question 2022 (Circular-2020) all topics of exam will be answered on our website.

Bangladesh All District of dpe/primary question solution 2022 has been collected from our website from the question solution category. As soon as possible, the primary exam answer has been published here.

At last, the www dpe gov bd question solution recruitment exam is declared of the directory of the primary education board. Primary Assistant Teacher is a very competitive exam for everyone. So, Every student prepares well for the exam.

Primary Teacher 3rd Phase Exam Question Solution 2022

For the primary examination applicants will be taking preparation of the primary assistant teacher exam. After the primary exam is held, candidates want to answer and google search. Candidates are excited for the primary exam question solution of Sohokari teacher of primary?

When the Primary Teacher Exam Question is Published Date? On 03 June 2022 the primary mcq exam question solution 2022. We will try 100% right answer the primary exam question.

DPE/Primary Question solve 2022

Directorate of Primary Education dpe MCQ/Written Question Recruitment examination Solution 2022. Finally, the primary exam date is released by the authority.

MCQ/Written examination will be held as a primary assistant teacher. We hope everyone has a good examination test and our team tries 100% to give the present to you.

Multiple Choice Question (MCQ) method system primary teacher will be done. Total 80 marks, time 80 minutes and Each wrong answer 0.25 cuts.

primary job exam question solution 2022 PDF

Those who are an examiner of primary education or assistant teacher. They will be searching for a dpe/primary exam question solution? I told him that dpe.gov.bd is not published. 

our own initiative primary exam question solved in our team. After the exam test exam within 2-3 hours will be published dpe exam question and solve question in our website – jobnewsbd24.com.

Primary Question Solution 2022

Assistant Teacher exam model test exam held these topics (Bangla, English, Math, Mathematics). All Topics are solved step by step. Please sometimes wait for the exam question solution:-

Every candidate can check and view the primary assistant teacher exam question 2021-2022. Primary exam question pdf and image file download on our website.

১। ২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জম্মদিন পালন করা হলো?

উত্তর- ১২৩

২। He is jealous  — my prosperity

 উত্তর: of 

৩। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তের ৩ গুণ। প্রতি বর্গমিটার ১.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকাতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার? উত্তর: ২৪

৪। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে- উত্তর: সমকোণে সমদ্বিখন্ডিত করে

৫। ক এর ১৫% যদি  খ এর ২০% এর সমান হয় তবে ক:খ = কত?

উত্তর: ৪:৩

৬। একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২ তম পদটি কত?

উত্তর: ১০৫

৭। ‘তাজা মাছ’ কোন বিশেষণ?

উত্তর: অবস্থাবাচক

৮। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬:৮:১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?

উত্তর: ৭৫

৯। নিচের কোণ ভগ্নাংটি ছোট?

উত্তর: ১৩

১০। মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল?

উত্তর: কনসার্ট ফর বাংলাদেশ

১১। ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?

উত্তর: ১৯৭৬

১২। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক চতুর্থাংশের সমান ১৮। ছোট সংখ্যাটি কত?

উত্তর: ৪

১৩। Which one is the correct passive form of “Who will do the work?” 

উত্তর: By whom will the work be done?

১৪। ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। পঙতিটির রচয়িতা কে?

ক. সুকান্ত ভট্টাচার্য খ. কাজী নজরুল ইসলাম

উত্তর:  Populous

১৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? 

উত্তর: ৮

১৭। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?

উত্তর: মুজিব একটি জাতির রূপকার

১৮। A person who was before another person refers to—-.

উত্তর: predecessor

১৯। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?

উত্তর: ৩৬

২০। The study of plants—-

উত্তর: Botany

২১। ২০ ফুট একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

উত্তর: ৮

২২। ব্যাকরণের কাজ কী?

উত্তর: ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা

২৩। ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

উত্তর: কর্মে শুন্য

২৪। কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?

উত্তর: রিসোর্স

২৫। ‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু–

উত্তর: মুক্তিযুদ্ধ

২৬। কোন সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে—

উত্তর: ১৯৫২

২৭। এক খন্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড’ এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?

উত্তর: প্যারিস মিউজিয়াম

২৮। এক নটিকেল মাইল সমান কত ফুট?

উত্তর: ৬০৮০

২৯। “;দ্বীপ” এর ব্যাসবাক্য-

উত্তর: দুদিকে অপ যার

৩০। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?

উত্তর: সংকোচ

৩১।  What is the synonym of ‘Competent’?

উত্তর: Capable

৩২। কোন শব্দটির বানান সঠিক?

উত্তর: দূষণীয়

৩৩। ‘পন্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?

উত্তর: পন্ডিত হয়েও যিনি মূর্খ

৩৪। ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত: —

উত্তর: প্রোপেন

৩৫। The Antonym of the word ‘awesome’ —

উত্তর: disgusting

৩৬। কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে যোগফল ৫ এর বর্গ হবে?

উত্তর: ২৫

৩৭। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে মেট্রোরেলের দূরত্ব কত কি.মি.?

উত্তর: ২০.১০

৩৮। Which is the verb of the word ‘Ability’?

উত্তর: Enable

৩৯। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে ‘RTC’ এর পূর্ণরূপ কী?

উত্তর: Round Table Conference

৪০। What is the adjective of the word ‘Heart’?

উত্তর: Heartening

৪১। একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের: “কখন আসবে কবি?” “কখন আসবে কবি?” পঙক্তিটির রচয়িতা কে?

উত্তর: নির্মলেন্দু গুণ

৪২। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?

উত্তর: ওজোনস্ফিয়ার

৪৩। গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?

উত্তর: পশ্চিম

৪৪। ‘তামার বিষ’ কথাটির অর্থ-

উত্তর: অর্থের কু প্রভাব

৪৫। ল্যাটিন ভাষায় ‘সেন্টি’ অর্থ কী?

উত্তর: শতাংশ

৪৬। Which one is similar to Adult:Child

উত্তর: Cat:Kitten

৪৭। ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?

উত্তর: জাহানারা ইমাম

৪৮। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

উত্তর: ২৭

৪৯।

৫০। ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়?

উত্তর: এইচডিএল

৫১। “বাউল গানকে” হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে- 

উত্তর:  ইউনেস্কো

৫২। “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”- চরণটির রচয়িতা-

উত্তর: চন্ডীদাস

৫৩। “খন্ড প্রলয়” প্রবাদটির প্রয়োগিক অর্থ

উত্তর:  তুমুল কাণ্ড

৫৪। ‘সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব। প্রয়োজন সৃষ্টিশীল মেধাবী মানুষ। কথাটি বলেছেন-

উত্তর: তাজউদ্দিন আহমেদ

৫৫। If a substance is cohesive, it tends to ——-

উত্তর: stick together

৫৬। Which is the meaning of ‘White Elephant’?

উত্তর: A very costly or troublesome possession

৫৭। He insisted — my going there

উত্তর: on

৫৮। A ‘Myth’ is—-

উত্তর: for

৫৯। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে?

উত্তর: মা

৬০। Sin is to confess as fault is to—

উত্তর: admit

৬১। নিচের কোনটি তৎসম শব্দ?

উত্তর: নারিকেল

৬২। The reading of history is interesting. এখানে reading কী হিসেবে ব্যবহৃত হয়েছে?

উত্তর: Verbal Noun

৬৩।পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি?

উত্তর: চীন

৬৪। 

৬৫। যদি (6x-y,13) = {1,3x+2y) হয়, তাহলে (x,y) = কত?

উত্তর: (1,5)

৬৬। এক কুড়ি আম ৪০০ টাকায় ক্রয় করে ৫% লাভে বিক্রয় করা হল। এর ক্রয় মূল্য ৫% কম হলে কত টাকা লাভ হত?

উত্তর: ৪০

৬৭। “Felicitation” means —-

উত্তর: Expression of good wish

৬৮। একইসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?

উত্তর: মনিটর

৬৯। ’ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা” – এর স্থপতি কে?

উত্তর: মৃণাল হক

৭০। পদ্মা সেতুর উদ্বোধন হবে কত তারিখ?

উত্তর: ২৫ জুন ২০২২

৭১। ২০০ থেকে ৫০০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

উত্তর: ৪৩

৭২। ২৩০.৫১.৫ = কত? 

উত্তর: ২

৭৩। ‘Out and out’ means-

উত্তর: thoroughly

৭৪। শেখ রাসেলকে নিয়ে শেখ হাসিনার লেখা বই কোনটি?

উত্তর: আমাদের ছোট রাসেল সোনা

৭৫। GPS এর পূর্ণাঙ্গ রূপ কী? 

উত্তর: Global Positioning System

৭৬। স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?

উত্তর: চরমপত্র

৭৭। “শীতার্ত” শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?

উত্তর: শীত+ঋত

৭৮। নিচের কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক?

উত্তর: ছেলে ও মেয়ে শিশুর অনুপাত

৭৯। Penny wise pound _____. 

উত্তর: foolish

৮০। শেখ মুজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?

উত্তর: ১৯৬৯

www dpe gov bd question solution/Primary 2nd Phase

১। ‘অঙ্গজুড়ায় তোমার ছায়ায় এসে’ – এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে? 

উত্তরঃ (গ) জন্মভূমির আশ্রয়

২। সকালে পাখিরা কিচিরমিচির করে। ইংরেজিতে- 

উত্তরঃ (গ) Birds twitter at dawn

৩। পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ :১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?

উত্তরঃ (গ) ৬ 

৪। প্রকৃত গতি প্রতি ৬০ মিনিটে ৭ কি.মি এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে ১৮০ মিনিট সময় লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘন্টা (hour) সময় লাগবে?

উত্তরঃ (ঘ) ১১

৫। What does CV stand for?

উত্তরঃ (ক) Curriculum Vitae

৬। নাটোরের দিঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত?

উত্তরঃ (ক) উত্তরা গণভবন 

৭। A state where all religions are respected_____

উত্তরঃ (খ) Secular 

৮। যদি  a + b + c = 0 হয় তবে a3 + b3 + c3 এর মান কত?

উত্তরঃ (খ) 3abc

৯। ফলের দোকন থেকে ১৮০টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯টি আম পচে গেল। শতকরা কতটি আম ভাল আছে?

উ. ৯৫

১০। ধ্বনি হলো –

উ. ভাষার ক্ষুদ্রতম অংশ 

১১। ১৯৭ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি ৯, ১৫ এবং ২৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

উ- ভাষার ক্ষুদ্রতম অংশ

১২। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত মিটার?

উ- ১০ 

১৩। সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে ‘সভয়ে’ পদটি কোন বিশেষণের উদাহরণ?

উ: ক্রিয়া বিশেষণ 

১৪। সম্প্রতি ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উ- নিউইয়র্ক 

১৫। A lot of news in those papers___unreliable.

উ.is

১৬। ‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?

উ- বিশেষভাবে বিশ্লেষণ 

১৭। A remedy for all diseases___.

উ- panace 

১৮। ‘জানুয়ারি’ বানানে হ্রস্ব ই-কার হবার কারণ কোন শব্দের কারণে?

উ- অতৎসম  

১৯। He was brought to the police station for —.

উ- confinement 

২০। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন?

উ- ২০১০ 

২১। ‘Syntax’ means —.

উ- Sentence building

২২। ১৫ সেমি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা ২৪ সেমি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত সেমি.?

উ- ৯ 

২৩। শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নীচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ।

উ- পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন

২৪। Which of the following is in plural form?

উ – media

২৫। ‘আমরা হিন্দু বা ‍মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’-

উ- ড. মুহম্মদ শহীদুল্লাহ 

২৬। ‘Brain child’ means-

উ. গ 

২৭। A sentence is a group of words that expresses a complete —.

২৮। To everyone’s surprise he got  — the examination.

উ.খ 

২৯। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?

উ. গ 

৩০। একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখাহয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চতায় দেয়ালকের। মইয়ের অপর প্রাপ্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?

উ. ক 

৩১। SMS – এর পূর্ণরূপ কী?

উ. ঘ 

৩২। দুইটি সংখ্যার অনুপাত ৫:৭ এবং তাদের গ.সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু হবে?

৩৩। পাঠক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি?

উ. পঠ+অক 

৩৪। নিচের কোন বাক্যটি শুদ্ধ?

উ. ক 

৩৫। ‘To read between the lines’ means.

উ. গ 

৩৬। What is the meaning of the word ‘Vice Versa? 

উ. গ 

৩৭। The word ‘Decade’ means

উ. গ 

৩৮। বঙ্গবন্ধুকে ‘রাজনীতির নান্দনিক শিল্পী বলেছেন

উ. গ 

৩৯। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?

উ. গ 

৪০। নিচের কোনটি ‘সুনীল অর্থনীতি’র সাথে সম্পর্কিত?

উ. ঘ 

৪১। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?

উ.ক 

৪২। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখক-

উ. গ 

৪৩। ‘Oncology’ relates to —

উ.ঘ 

৪৪। কোন দেশ কত উন্নত, তা বোঝা যায় কোনটি বিবেচনা করে?

উ.ঘ 

৪৫। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন?

উ.ক 

৪৬। একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা ৭ টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয়মূল্য ৪৩ টাকা হলে কলমটির মূল্য কত?

উ.গ 

৪৭। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?

উ.খ 

৪৮। ২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে?

উ. গ 

৪৯। I need to install an …….. Fan in the kichen.

উ.খ 

৫০। ’কিনডারগার্টেন’ কোন ভাষা হতে আগত শব্দ?

উত্তরঃ ঘ 

৫১। কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, যেন তার প্রাপ্ত নম্বরের হড় ৮৭ হয়?

উত্তরঃ  ৮৯ 

৫২। কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে?

উত্তরঃ  ১০-২০ 

৫৩। ’মাথা খাও, পত্র দিতে ভুলো না’ এখানে ‘মাথা খাওয়ার’ অর্থ কী?

উত্তরঃ 

৫৪। ‘পৃথিবীতে কে কাহার?’ এই বাক্যে ‘পৃথিবীতে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?

উত্তরঃ  অধিকরণ কারকে ৭মী বিভক্তি

৫৫। Man did not know that the earth moves round the sun until it was ………

উত্তরঃ  discovered 

৫৬। কোন বানানটি শুদ্ধ?

উত্তরঃ আদ্যক্ষর

৫৭। Can you tell me where……………?

(উত্তরঃ) Rahim lives

৫৮। The minister told his officials to ………… a press conference.

উত্তরঃ  arrange 

৫৯। দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৬৩ বৃ্দ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত?

উত্তরঃ  ৭

৬০। কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি?

উত্তরঃ ই-অফিস

৬১। কোন স্কুলের ছাত্র সংখ্যাকে ৫, ৮, ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৪জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলের ছাত্র সংখ্যা কত?

উত্তরঃ  ৪৪

৬২। শােন একটি মুজিবরের থেকে’ গানটির গীতিকার কে?

উত্তরঃ গৌরীপ্রসন্ন মজুমদার

৬৩। ৯ কোটি সমান কত?

উত্তরঃ ৯০ মিলিয়ন

৬৪। নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ?

উত্তরঃ  একটি দেয়ালকে ধাক্কা দেওয়া

৬৫। কোন বানানটি শুদ্ধ?

উত্তরঃ  বিকেন্দ্রীকরণ

৬৬। ‘বৈসাবি’ কোন অঞ্চলের ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর উৎসব?

উত্তরঃ  পার্বত্য চট্টগ্রাম

৬৭। একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত কেজি?

উত্তরঃ 

৬৮। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তরঃ  রনিল বিক্রমাসিংহে

৬৯। A stage of short sightedness……………..

উ. 

৭০। ‘রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলাে সারা’ – এখানে ‘রাশি রাশি’

উত্তরঃ নির্ধারক বিশেষণ

৭১।  ন্যাটোতে যােগ দেওয়া ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে?

উত্তরঃ  Finland

৭২। সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?

(ক) ক্রিয়া ও অব্যয় (খ) অব্যয় ও ক্রিয়া। 

উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম

৭৩। ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? 

উত্তরঃ  ৫৬ 

৭৪। BMI এর পূর্ণরূপ-

উত্তরঃ Body Mass Index

৭৫।  ‘উইকিপিডিয়া’ কী?

উত্তরঃ মুক্ত বিশ্বকোষ

৭৬। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ –

উত্তরঃ ২০২১-২০৪১

৭৭। শিক্ষা সফরে যওয়ার জন্য ২৪০০ টকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান ভাড় বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র গিয়েছিল?

উত্তরঃ ৬০

৭৮। শিশুর সহায়তায় হট লাইন নম্বরটি কত?

উত্তরঃ ১০৯৮

৭৯। কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

উত্তরঃ (ক) ১০

৮০। ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট?

উ.গ

Primary 1st Phase of Exam Exam Question Solution 2022

১। If the price is low, demand ___

উত্তরঃ will increase 

২। 2x = 3y + 5 হলে 4x – 6y = কত?

উত্তরঃ 10

৩। ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?

উত্তরঃ ৫১

৪। ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’-পঙতিটি কার?

উত্তরঃ মদনমোহন তর্কালংকার 

৫। There is ___ milk in the bottle.

উত্তরঃ A little 

৬। ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়?

উত্তরঃ  (ক) ১৭ আগস্ট ২০১৭

৭। এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত?

উত্তরঃ  ৪

৮। ‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা’- বাকক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?

উত্তরঃ অজ্ঞাতকুলশীল

৯। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

উত্তরঃ 5

১০। What is an epic?

উত্তরঃ a long poem

১১। ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?

উত্তরঃ ৬০ 

১২। নিচের কোন বাক্যটি শুদ্ধ?

উত্তরঃ সূূর্য পূর্বদিকে উদিত হয় 

১৩। ০.০০০১ এর বর্গমূল কোনটি?

উত্তরঃ .০১

১৪। ‘কার্যে বিরতি’- অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?

উত্তরঃ হাত গুটান

১৫। চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?

উত্তরঃ  ৯৮৯৯

১৬। ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি?

উত্তর: (খ) ৯৮ 

১৭। পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে?

উত্তর: ফসফেট ও নাইট্রোজেন

১৮। ‘আমার ঘরের চাবি পরের হাতে’ – গানটির রচয়িতা কে?

উত্তর: (ক) লালন শাহ

১৯। একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

উত্তর: (গ)  ৫০০ 

২০। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?

উত্তর: (ক) ৩১ 

২১। ‘অনির্বচনীয়’ শব্দটির অর্থ-

উত্তর: (গ)  বর্ণনাতীত

২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?

উত্তর: (ক) গমনের পশ্চাৎ

২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?

উত্তর: গমনের পশ্চাৎ

২৩। “To break the ice” means,

উত্তর: (ঘ) to start a conversation

২৪। ‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?

উত্তর:(ক)  মেধা+বিন

২৫। খনার বচনে প্রাধান্য পেয়েছে 

উত্তর: (খ)  কৃষি

২৬। দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যােগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?

উত্তরঃ  ১০ ও ১৬

২৭। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? 

উত্তরঃ সপ্তম [মাতৃভাষার দিক দিয়ে পঞ্চম] 

২৮।The correct spelling is ——–

উত্তর: (ক) Assignment

২৯। কল কল রবে নদী বইছে। এখানে ‘কল ল’ কোন অব্যয়?

উত্তর: অনুকার

৩০। “রূপসার ঘোলা জলে হয়তাে কিশাের এক সাদা ছেড়া পালে ডিঙা বায়” কবিতার চরণে কৰি কোন রূপসার কথা বলেছেন-

উত্তর রূপসা নদী 

৩১। x+y=12 এবং xy=2 হলে xy এর মান কত?

উত্তর: ৩৫ 

৩২। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

উত্তর: (গ) ত্রিভুজ

৩৩। ‘আবাহন’ শব্দের বিপরীত কোনটি?

উত্তর: বিসর্জন

৩৪। নিচের কোনটি বিদেশি শব্দ?

উত্তর: কলম (আরবি) 

৩৫। প্রথম ১০টি বিজোড় সংখ্যার যােগফল কত?

উত্তর: ১০০ 

৩৬। কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়?

উত্তর: আমেরিকা 

৩৭। জাতিসংঘ ঘােষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয়

উত্তর:  ২ এপ্রিল

৩৮। Agomoni School is one of the best in the city. 

উত্তর: (খ) schools

৩৯। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?

উত্তর: (খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

৪০। The Principal will —– the answer scripts.

উত্তর: (খ) took over

৪১। বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধিস্থল কোন জেলায়?

উত্তর: রাঙামাটি

৪২। বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বৃদ্ধা মাত্রা-

উত্তর: IQ>130 

৪৩। ‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ

উত্তর: (গ) অহঃ + অহ

English

৪৪। I look forward to

উত্তর: (ঘ) hearing from you soon. 

৪৫।  I water the plants. The word ‘water is used as

উত্তর: (ক) Verb 

৪৬।  Are you doing anything special – the weekend?

উত্তর: (গ) at

৪৭। ৮, ১১, ১৭, ২৯, ৫৩, —- পরবর্তী সংখ্যাটি কত?

উত্তর:  ১০১  

৪৮। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?

উত্তর: ৪০০ মিটার 

৪৯। ‘Once in a blue moon’ means-

উত্তর: (গ) very rarely

৫০। ‘মাতৃভাষায় যাাহার ভক্তি নাই সে মানুষ নহে’ -উক্তিটি কার?

উত্তর:  মীর মশাররফ হোসেন 

৫১। BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: (গ) ঢাকা

৫২। টর্নেডো শব্দটি এসেছে-

উত্তর: Tornada

৫৩। একজন চাকরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?

উত্তর: ৫০০০

৫৪। রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?

উত্তর: ৯৭

৫৫। He came to Dhaka with a view to — a new place.

উত্তর: (ঘ) visiting

৫৬। ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?

উত্তর: ৩২

৫৭। Which of the following is the correct sentence?

উত্তর: (গ) What he has said is right.

৫৮। “Leave no stone unturned” means

উত্তর: (ক) try every possible means

৫৯। x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক?

উত্তর:  xz<yz

৬০। Choose the correct spelling—-

উত্তর: Achievement 

৬১। Remove শব্দটির Noun-

উত্তর: Removal 

৬২। নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত?

উত্তর: আশ্রয়ন ও শিক্ষা সহায়তা

৬৩। If I ——- you, I would not have done this.

উত্তর: were 

৬৪। ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?

উত্তর: শেখ মুজিবুর রহমান 

৬৫। কালবৈশাখীর ইংরেজি-

উত্তর: North Westerlies 

৬৬। ‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তাের কারণে’-গানটির গীতকার-

উত্তর: শেখ ওয়াহিদ 

৬৭। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?

উত্তর: পদ্মগোখরা 

৬৮। UNESCO কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘােষণা করে? 

উত্তর: ১৯৯৯

৬৯। ‘গৌরব’-শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি? .

উত্তর: ঘ) গুরু+ ষ্ণ

৭০। একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বা ছােট বাহুর ৩ গুণ। বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?

উত্তর:  ১৪ মিটার 

৭১। Choose the correctly spelt word ——

উত্তর: Bureau 

৭২। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)তে অভীষ্ট কয়টি?

উত্তর: ১৭ 

৭৩। বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? 

উত্তর: কেন্দ্রীয় সরকার

৭৪। বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন?

উত্তর: অষ্টম 

৭৫। নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন?

উত্তর:  সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা 

৭৬। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়?

উত্তর: ২০১১ 

৭৭। Change the voice: “Where did you see him?”

উত্তর: (খ) Where was he seen by you? 

৭৮। প্রধান বিচারপতি নিয়ােগ দেন কে?

উত্তর: (গ) রাষ্ট্রপতি

৭৯। Learn the poem ——- heart.

উত্তর: (ক) by

৮০। নিচের কোনটি মৌলিক সংখ্যা?

উত্তর: (ঘ) ২

2020 Primary Exam Question

FAQ

When will the Primary 1st phase of the exam be held?

Answer: 22 April 2022, 11:00 to 12:00 pm

How will the exam test question pattern?

Answer: MCQ/Written

Where do we get the answer to the primary question?

Answer: Through Online (Multiple Blog)

When will the answer of the primary assistant teacher be found?

Answer: Examination day will be found.

Conclusion: primary assistant teacher exam question related to any question below comment box. We will try to answer your valuable question as soon as possible. Thanks and regards for visiting our website.

Leave a Comment