Dpe Exam Question Solution 2022: I will describe the primary exam question solution for the 2nd phase of the exam. Primary Assistant Teacher Question Solve of 2nd phase has been published 20 May 2022, after the exam.
The Directorate of Primary Education (DPE) Question and full answer 2022 solution to find out everyone’s examiner. Those who want to on our website can be known for the dpe exam question solution 2022.
Everyone examiner is important things are question solution, because the examiner will be confident of the exam. So, Bangla, English, Mathematics, and General Knowledge are topics of primary exam questions.
Dpe assistant teacher job is a great opportunity for the jobless people and It is a very favorite job of women. Those primary assistant teacher question patterns based on mcq/written.
It is a very competitive exam. So, everyone has good preparation for the exam. It is a great chance for the jobless people and a good opportunity and bright future for this section job.
Event Name | Directorate of Primary Education |
Position Name | Assistant Teacher |
Exam Date | 20 May 2022 at 11:00 to 12:00 pm |
Question Pattern | Written |
Table of Contents
Primary/Dpe Question Solution 2022
The 1st step of primary school teaching will be held on 22 April 2022. Whatever, Those who applicant want to know for them question the solution of primary. I will support the primary assistant teacher exam question solution 2022 (22 April 2022).
General Knowledge, Bangla, English, Math will be exam tested on these subjects and total marks 80, those who examiner false answer 0.25 marks cut each answer. Those who are selected in the mcq/written test exam, they move to the 2nd step of the viva exam for a total 20 marks.
The 2nd phase of the exam question of Primary assistant teacher solve 2022 pdf and image format is included in our website- jobnewsbd24.com.
Primary Assistant Teacher Question Solution 22 April 2022
Primary primary recruitment Exam test of assistant teacher solved on our education team. I will try to give you the correct answer. We need a little time for that. We collect the primary question paper and solve it and publish it on our website.
Dpe.gov.bd has not released the primary teacher exam solution on the official website. Private enterprise is without it. Stay or bookmark on our website can be easily known as teacher question solution 2022.
Dpe Question 2022 and Solution
- ১। If the price is low, demand ___
- উত্তরঃ will increase
- ২। 2x = 3y + 5 হলে 4x – 6y = কত?
- উত্তরঃ 10
- ৩। ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
- উত্তরঃ ৫১
- ৪। ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’-পঙতিটি কার?
- উত্তরঃ মদনমোহন তর্কালংকার
- ৫। There is ___ milk in the bottle.
- উত্তরঃ A little
- ৬। ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়?
- উত্তরঃ (ক) ১৭ আগস্ট ২০১৭
- ৭। এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত?
- উত্তরঃ ৪
- ৮। ‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা’- বাকক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?
- উত্তরঃ অজ্ঞাতকুলশীল
- ৯। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
- উত্তরঃ 5
- ১০। What is an epic?
- উত্তরঃ a long poem
- ১১। ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?
- উত্তরঃ ৬০
- ১২। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
- উত্তরঃ সূূর্য পূর্বদিকে উদিত হয়
- ১৩। ০.০০০১ এর বর্গমূল কোনটি?
- উত্তরঃ .০১
- ১৪। ‘কার্যে বিরতি’- অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
- উত্তরঃ হাত গুটান
- ১৫। চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
- উত্তরঃ ৯৮৯৯
- ১৬। ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি?
- উত্তর: (খ) ৯৮
- ১৭। পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে?
- উত্তর: ফসফেট ও নাইট্রোজেন
- ১৮। ‘আমার ঘরের চাবি পরের হাতে’ – গানটির রচয়িতা কে?
- উত্তর: (ক) লালন শাহ
- ১৯। একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
- উত্তর: (গ) ৫০০
- ২০। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?
- উত্তর: (ক) ৩১
- ২১। ‘অনির্বচনীয়’ শব্দটির অর্থ-
- উত্তর: (গ) বর্ণনাতীত
- ২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
- উত্তর: (ক) গমনের পশ্চাৎ
- ২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
- উত্তর: গমনের পশ্চাৎ
- ২৩। “To break the ice” means,
- উত্তর: (ঘ) to start a conversation
- ২৪। ‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
- উত্তর:(ক) মেধা+বিন
- ২৫। খনার বচনে প্রাধান্য পেয়েছে
- উত্তর: (খ) কৃষি
- ২৬। দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যােগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?
- উত্তরঃ ১০ ও ১৬
- ২৭। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?
- উত্তরঃ সপ্তম [মাতৃভাষার দিক দিয়ে পঞ্চম]
- ২৮।The correct spelling is ——–
- উত্তর: (ক) Assignment
- ২৯। কল কল রবে নদী বইছে। এখানে ‘কল ল’ কোন অব্যয়?
- উত্তর: অনুকার
- ৩০। “রূপসার ঘোলা জলে হয়তাে কিশাের এক সাদা ছেড়া পালে ডিঙা বায়” কবিতার চরণে কৰি কোন রূপসার কথা বলেছেন-
- উত্তর রূপসা নদী
- ৩১। x+y=12 এবং xy=2 হলে xy এর মান কত?
- উত্তর: ৩৫
- ৩২। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
- উত্তর: (গ) ত্রিভুজ
- ৩৩। ‘আবাহন’ শব্দের বিপরীত কোনটি?
- উত্তর: বিসর্জন
- ৩৪। নিচের কোনটি বিদেশি শব্দ?
- উত্তর: কলম (আরবি)
- ৩৫। প্রথম ১০টি বিজোড় সংখ্যার যােগফল কত?
- উত্তর: ১০০
- ৩৬। কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়?
- উত্তর: আমেরিকা
- ৩৭। জাতিসংঘ ঘােষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয়
- উত্তর: ২ এপ্রিল
- ৩৮। Agomoni School is one of the best in the city.
- উত্তর: (খ) schools
- ৩৯। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?
- উত্তর: (খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
- ৪০। The Principal will —– the answer scripts.
- উত্তর: (খ) took over
- ৪১। বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধিস্থল কোন জেলায়?
- উত্তর: রাঙামাটি
- ৪২। বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বৃদ্ধা মাত্রা-
- উত্তর: IQ>130
- ৪৩। ‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ
- উত্তর: (গ) অহঃ + অহ
- English
- ৪৪। I look forward to
- উত্তর: (ঘ) hearing from you soon.
- ৪৫। I water the plants. The word ‘water is used as
- উত্তর: (ক) Verb
- ৪৬। Are you doing anything special – the weekend?
- উত্তর: (গ) at
- ৪৭। ৮, ১১, ১৭, ২৯, ৫৩, —- পরবর্তী সংখ্যাটি কত?
- উত্তর: ১০১
- ৪৮। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?
- উত্তর: ৪০০ মিটার
- ৪৯। ‘Once in a blue moon’ means-
- উত্তর: (গ) very rarely
- ৫০। ‘মাতৃভাষায় যাাহার ভক্তি নাই সে মানুষ নহে’ -উক্তিটি কার?
- উত্তর: মীর মশাররফ হোসেন
- ৫১। BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- উত্তর: (গ) ঢাকা
- ৫২। টর্নেডো শব্দটি এসেছে-
- উত্তর: Tornada
- ৫৩। একজন চাকরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?
- উত্তর: ৫০০০
- ৫৪। রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?
- উত্তর: ৯৭
- ৫৫। He came to Dhaka with a view to — a new place.
- উত্তর: (ঘ) visiting
- ৫৬। ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?
- উত্তর: ৩২
- ৫৭। Which of the following is the correct sentence?
- উত্তর: (গ) What he has said is right.
- ৫৮। “Leave no stone unturned” means
- উত্তর: (ক) try every possible means
- ৫৯। x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক?
- উত্তর: xz<yz
- ৬০। Choose the correct spelling—-
- উত্তর: Achievement
- ৬১। Remove শব্দটির Noun-
- উত্তর: Removal
- ৬২। নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত?
- উত্তর: আশ্রয়ন ও শিক্ষা সহায়তা
- ৬৩। If I ——- you, I would not have done this.
- উত্তর: were
- ৬৪। ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
- উত্তর: শেখ মুজিবুর রহমান
- ৬৫। কালবৈশাখীর ইংরেজি-
- উত্তর: North Westerlies
- ৬৬। ‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তাের কারণে’-গানটির গীতকার-
- উত্তর: শেখ ওয়াহিদ
- ৬৭। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
- উত্তর: পদ্মগোখরা
- ৬৮। UNESCO কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘােষণা করে?
- উত্তর: ১৯৯৯
- ৬৯। ‘গৌরব’-শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি? .
- উত্তর: ঘ) গুরু+ ষ্ণ
- ৭০। একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বা ছােট বাহুর ৩ গুণ। বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?
- উত্তর: ১৪ মিটার
- ৭১। Choose the correctly spelt word ——
- উত্তর: Bureau
- ৭২। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)তে অভীষ্ট কয়টি?
- উত্তর: ১৭
- ৭৩। বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
- উত্তর: কেন্দ্রীয় সরকার
- ৭৪। বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন?
- উত্তর: অষ্টম
- ৭৫। নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন?
- উত্তর: সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা
- ৭৬। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়?
- উত্তর: ২০১১
- ৭৭। Change the voice: “Where did you see him?”
- উত্তর: (খ) Where was he seen by you?
- ৭৮। প্রধান বিচারপতি নিয়ােগ দেন কে?
- উত্তর: (গ) রাষ্ট্রপতি
- ৭৯। Learn the poem ——- heart.
- উত্তর: (ক) by
- ৮০। নিচের কোনটি মৌলিক সংখ্যা?
- উত্তর: (ঘ) ২