CAG Auditor Exam Question Solution 2024 (cag.gov.bd) PDF

OCAG/CAG Exam Question Solution 2024 has been published on our website. The exam will be held 22-Oct-21 for the position of Auditor. The Comptroller and Auditor General of Bangladesh exam question solution has been solved by our team.

Are you searching for an CAG Exam Question solution for the post of Auditor? Exam questions are a solution by helping our team. They can calculate the marks that will be obtained.

Question solving is very important for every examiner. Today I will discuss with you our website to upload the CAG exam question and solution. Those who participate in the exam test, they are confused about the question (correct or incorrect).

CAG Exam Question Solution 2024

The Comptroller and Auditor General of Bangladesh is a government job circular. It is the best government organization of Bangladesh. CAG is a higher level Department from a long time reputed organization in Bangladesh. Many people dream of getting this kind of job.

Today a large number of candidates participated in the MCQ exam. We are provided Auditor exam question solutions below. We try to give you 100% correct answers. Candidates can be solved by questions (Bangla, English, Mathematics and General Knowledge).

CAG Auditor Exam Question Solution 2024

Are you looking for the CAG Question Solution 2024 for the CAG post? Then you are in the right place to get your CAG exam question Solution 2024 for the Comptroller and Auditor General of Bangladesh. CAG Auditor exam was held on 22-Oct-21 in the Dhaka division of Bangladesh.

Applicant Exam result check from www.cga.gov.bd using roll number. Who passed in the MCQ or written exam are called the viva. Who passed the viva they are congratulating for their department.

বাংলা অংশের সমাধানঃ 

১. ‘নিপাতনে সিদ্ধ সন্ধি’ সম্পর্কে কোনটি সঠিক?

উত্তর: যে সন্ধি ব্যাকরণের কোন নিয়ম মানে না

২. ‘তিমির হননের কবি’ কে?

উত্তর: জীবনানন্দ দাশ

৩. মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর: বন্দী শিবির থেকে

৪. ‘মৃতবৎসা’ শব্দটির অর্থ কী?

উত্তর: যে নারীর সন্তান হয়ে মারা যায়

৫. আমাদের পুকুরে অনেক মাছ আছে- কোন কারক?

উত্তর: অধিকরণ কারক

৬. ‘নেমেসিস’ নাটকে কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে?

উত্তর: পঞ্চাশের মনন্তর

৭. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে- কার উক্তি?

উত্তর: ভারতচন্দ্র

৮. কোনটি শুদ্ধ বানান?

উত্তর: নৈঋত

৯. ‘আট কপালে’ বাগধারার অর্থ কী?

উত্তর: হতভাগ্য

১০. ‘লবণ’ শব্দের বিশেষণ কোনটি?

উত্তর: লবণাক্ত

১১. ‘কৃতবিদ্যা’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

উত্তর: কৃত বিদ্যা যার

১২. একজন শ্রেষ্ঠ “বৈয়াকরণবিদ” কে?

উত্তর: পাণিনি

১৩. ‘অর্বাচীন’ এর বিপরীত শব্দ কোনটি?

উত্তর: প্রাচীন

১৪. ‘দশচক্রে ভগবানভূত’ প্রবাদের অর্থ কী?

উত্তর: দশজনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা

১৫. ‘সদ্যোজাত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তর: সদ্যঃ + জাত

১৬. বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলে-

উত্তর: কারক

১৭. ‘মেঘের ধ্বনি’ এর বাক্য সংকোচন-

উত্তর: জীমূতমন্দ্র

১৮. ‘চন্দ্রাবত’ হলেন

উত্তর: বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি

১৯. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস?

উত্তর: শেষের কবিতা

২০. কোন দেশে কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়?

উত্তর: কানাডা

২১. Choose the correct sentence:

উত্তর: Everyone must do his duty. 

২২. They are two brothers, but —— of them were honest.

উত্তর: neither

২৩. He divided the money——– the two boys.

উত্তরঃ between

২৪. A `bull market’ means that share prices are-

উত্তরঃ Rising

২৫. The compound form of `I went there to ask for a help’-

উত্তরঃ I went there and asked for a help. 

২৬. `Don’t waste your time,’ the boss said the employees.

উত্তরঃ The boss forbade the employees not to waste time. 

২৭. `Seismology’ is-

উত্তরঃ study of earthquakes

২৮. `Love for kind’- is used to mean

উত্তরঃ Philanthropic

২৯. Which one of the following words is masculine?

উত্তরঃ Lad

৩০. Whats is the verb form of `Habit’?

উত্তরঃ habituate

৩১. The verb of simplification is—

উত্তরঃ simplify 

৩২. The idiom `put up with’ means-

উত্তরঃ tolerate

৩৩. `Two Cities’ is written by-

উত্তরঃ Charles Dickens 

৩৪. `গল্পটি পড়তে মজা’ এর ইংরেজি কি?

উত্তরঃ The book is pleasant to read. 

৩৫. ‘Ambidexter’ means-

উত্তরঃ সব্যসাচী 

৩৬. `May Allah protect Bangladesh’-

উত্তরঃ Optative 

৩৭. The word `Sibling’ means-

উত্তরঃ a brother or sister 

৩৮. I gave up——— cricket when I got a job.

উত্তরঃ playing 

৩৯. All citizens———–their taxes.

উত্তরঃ have to pay 

৪০. Which of the following is correct?

উত্তরঃ He had received the letter before I met him. 

৪১. একটি মোটর গাড়ী ১০ লিটার ডিজেলে ৮০ কিলোমিটার যায়। ১০ কিলোমিটার যেতে কী পরিমাণ ডিজেলের প্রয়োজন হবে? 

উত্তর: কোনটিই নয় (সঠিক উত্তর ১.২৫ লিটার)  

৪২. একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য ৩ মিটার, উচ্চতা ৪ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

উত্তর: কোনটিই নয় (সঠিক উত্তর ৬ বর্গমিটার) 

৪৩. ৪০ হহে ১০০ এর মধ্যেবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

উত্তর:  ৬৯

৪৪. কোন সংখ্যার ৩৭অংশ ৪৮ এর সমান?

উত্তর: ১১২

৪৫. কোন গ্রামের ১৮২৫অংশ লোক শিক্ষিত। গ্রাশের শতকরা কতজন লোক শিক্ষিত?

উত্তর: ৭২%

৪৬. ০.১ X ১/২= কত?

উত্তর: ০.০৫  

৪৭. ভাজ্য সম্পর্কে নিচের কোনটি সঠিক?

উত্তর: ভাজক × ভাগফল + ভাগশেষ

৪৮. xa+a=xb+b হলে x এর মান কত?

উত্তর: ab

৪৯. কোন চতুর্ভূজের চারটি কোণ সমকোণ?

উত্তর: বর্গ

৫০. ৫৫০কোণের সম্পূরক কোণের পরিমাণ কত হবে?

উত্তর: ১২৫ ডিগ্রি 

৫১. দুইটি সংখ্যার অনুপাত 2:3। গ.সা.গু. 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত?

উত্তর: ১২

৫২. ৫০ এর ৬%=কত?

উত্তর: ৩

৫৩. দৈর্ঘ্য পরিমাপের C.G.S একক কোনটি?

উত্তর: সেন্টিমিটার 

৫৪. ৩ জনের বয়সের গড় ৩৫ বছর। তাদের বয়সের সমষ্টি কত?

উত্তর: ১০৫ বছর

৫৫. ৩০০ টাকায় ১৫% লাভ হলে কত টাকা লাভ হবে?

উত্তর: ৪৫ টাকা

৫৬. চতুর্ভূজের চার কোণের সমষ্টি কত?

উত্তর: ৩৬০ ডিগ্রি 

৫৭. ৩৪ কি ধরনের ভগ্নাংশ?

উত্তর: প্রকৃত ভগ্নাংশ 

৫৮. একটি গ্রামের লোকসংখ্যা ৫০০০। ২৫% মহিলা হলে ঐ গ্রামে কতজন মহিলা আছে?

উত্তর: ১২৫০ জন

৫৯. ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের সমষ্টি কত?

উত্তর: ৫০৫০

৬০. x2+x-6 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

উত্তর: (x-2) (x+3)

৬১. মেট্রোরেল এর অর্থায়নের উৎস?

উত্তর: বাংলাদেশ ও জাপান 

৬২. আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী ছিলেন

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৬৩. ‘Montreal Protocol’ হল

উত্তর: ওজোন স্তর রক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি

৬৪. মেট্রোরেল এর প্রতি ঘন্টায় যাত্রী ধারণ ক্ষমতা হবে?

উত্তরঃ ৬০ হাজার

৬৫. বাংলাদেশে মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি ছিলেন

উত্তর: ইতালির নাগরিক

৬৬. স্বাধীনতা সংগ্রামে একমাত্র নৌ-সেক্টর কোনটি?

উত্তর: ১০ নম্বর সেক্টর

৬৭. ”টাইগার হিল” কোথায় অবস্থিত?

উত্তর: কাশ্মীর 

৬৮. বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিয়োগদান করেন?

উত্তরঃ রাষ্ট্রপতি 

৬৯. জাতিসংঘের বর্তমান মহাসচিব?

উত্তর: আন্তোনিও গুতেরেস

৭০. মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সিতারা বেগম কে যে উপাধি দেওয়া হয়-

উত্তর: বীর প্রতীক

৭১. ’ব্ল্যাক সেপ্টেম্বর’ কি?

উত্তর: গেরিলা সংস্থা

৭২. LUTHFANSA কি?

উত্তর: জার্মানির বিমান সংস্থা

৭৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার জীবনে মোট কত বছর কারাগারে কাটাতে হয়েছে?

উত্তর: ১২ বছর

৭৪. কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না?

উত্তর: চীন

৭৫. শেখ রাসের দিবস পালিত হয়-

উত্তর: ১৮ অক্টোবর

৭৬. পদ্মা সেতুতে মোট পিলার এর সংখ্যা কত?

উত্তর: ৪২ টি

৭৭. পদ্মা বহুমুখী সেতু নির্মাণ শুরু হয় কবে?

উত্তর: ডিসেম্বর, ২০১৪ 

৭৮. কোন নেতাকে “আফ্রিকার গান্ধী” বলা হয়?

উত্তরঃ নেলসন ম্যান্ডেলা 

৭৯. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?

উত্তর: ৯৩ হাজার যুদ্ধ বন্দির বিচার

৮০. UNESCO এর প্রতিষ্ঠাকাল?

উত্তর: ৪ নভেম্বর, ১৯৪৬

CAG Exam Question Solution
CAG Exam Question Solution 2021

Leave a Comment